Published
September 11, 2025
Language
বাংলা
Pages
70
Published by
ছন্নছাড়া, এক টুকরো জলভরা মেঘ, অসময়ে হঠাৎ আবার উড়ে এসেছে জল ঝরাতে। মেঘ কি আর জানে, যে ওর অসময়ের বৃষ্টিতে- কারও নিকোনো উঠোনটা নিমেষেই জলে ভাসবে! মেঘ কি আর জানে, যে ওর অসময়ের বৃষ্টিতে- কারও ঘুমন্ত এক শুষ্ক হৃদয় মুহূর্তেই ভিজে উঠবে!