ভালোবাসা সেই নীরব নদী, যা হৃদয়ের গভীর থেকে জন্ম নিয়ে স্মৃতির সমুদ্রে মিশে যায়। ‘কাব্যপুঞ্জ’-এর এই অধ্যায়ে আছে মিলনের রঙ, বিরহের অশ্রু, প্রথম প্রেমের কুসুমগন্ধ আর বিচ্ছেদের নিঃশ্বাস। এখানে ভালোবাসা কেবল হৃদয়জাগানিয়া আবেগ নয়, এটি সম্পর্কের উষ্ণতা, বন্ধুত্বের কোমলতা ও জীবনের কবিতা। প্রতিটি কবিতাই যেন একেকটি হৃদস্পন্দন— যা পাঠকের অন্তর ছুঁয়ে দেবে নিঃশব্দে।