নশ্বর এই পৃথিবীতে মানুষের জীবন যেন এক ক্ষণিকের যাত্রা। নদীর মতো এই জীবনও কখনো ভাঙে, কখনো গড়ে, রেখে যায় আনন্দ-বেদনার অসংখ্য স্মৃতি। সেই স্মৃতিগুলোই মানুষের অন্তরে রয়ে যায় অমলিন, যা তাকে বারবার ফিরে যেতে শেখায় অতীতে। কেউ সেই স্মৃতিকে রূপ দেয় গল্পে, কেউ কবিতায়, কেউবা জীবনের সত্য বয়ানে। মোহাম্মদ মতিউর রহমান সেলিম পেশাদার লেখক নন— তিনি এক অমিত সাহসী মুক্তিযোদ্ধা, সংগ্রামী জীবনযোদ্ধা। ৭৫ বছরের পথচলায় তিনি দেখেছেন জীবনকে নানাভাবে, আর মুক্তিযুদ্ধকে অনুভব করেছেন হৃদয়ের গভীরে। দেশের জন্য নিজের জীবন বাজি রাখা সেই দিনগুলোর স্মৃতি তিনি বয়ে বেড়িয়েছেন সারাটা জীবন। আজকের প্রজন্মের কাছে সেই সত্য ইতিহাস তুলে ধরার অদম্য আকাঙ্ক্ষা থেকেই জন্ম নিয়েছে এই বই— একাত্তরের স্মৃতিকথা। এতে তিনি শুধু স্মৃতি বলেননি, বলেছেন সংগ্রাম, ত্যাগ আর স্বপ্নের কথা।