এক মহাজীবন। সত্য-সুন্দরের জীবন্ত অবয়ব। মহান আল্লাহ যে জীবনের আদর্শকে উসওয়াতুন হাসানাহ বা মহোত্তম নমুনা হিসেবে অভিহিত করেছেন। মহানবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সেই চির সমুজ্জল জীবনকে বাংলা ভাষায় বৃহr আকারে উপস্থাপনের প্রয়াস রাসুলুল্লাহ (সা.) প্রথম খণ্ড । এ খণ্ড মূলত মহান এই জীবনপাঠের ভূমিকা। এতে মানবতার অনুকরণীয় এ জীবনীর প্রামাণ্যতার উপর আলোকপাত করা হয়েছে। এ প্রামাণ্যতার প্রথম ও প্রধান সূত্র হচ্ছে আল্লাহর কালাম; আল কুরআন। সেখানে আল্লাহর ভাষায় তাঁর রাসূলের (সা.) জীবন ও মহিমা উপস্থাপিত। এ উপস্থাপনের অনুপম ধারাকে বাংলা ভাষায় অনবদ্য বিশ্লেষণে উপস্থাপন করেছেন সীরাত গবেষক মাওলানা মুসা আল হাফিজ।