সীরাতে রাসূল ﷺ মহানবীর সা. জীবনীর প্রথম ভিত্তি আল্লাহর বাণী আল কুরআন। যে সত্তা তাঁকে রাসুল হিসেবে পাঠিয়েছেন, তারই জবানীতে বিবৃত হয়েছে নবীজীর জীবনী। যার উপর সবিস্তার আলোকপাত করা হয়েছে রাসুলুল্লাহ (সা.) প্রথম খণ্ডে। মহানবীর সা. জীবনীর দ্বিতীয় উত্স সুন্নাহ ও হাদীস । নবীজীর জবানীতে কিংবা তাঁর স্বজন-সাহাবাদের জবানীতে বিবৃত হয়েছে নবীজীবনী। এর মূল্য , গুরুত্ব ও প্রামাণ্যতা সুপ্রতিষ্ঠিত। হাদীসের আয়নায় নবীজীবনের চিত্রায়নে এক অনন্য ও প্রামাণ্য সৃষ্টিকর্ম - রাসুলুল্লাহ (সা.) দ্বিতীয় খণ্ড!