অরিজিৎ একটি লাইব্রেরিতে অনেকগুলো অর্ধ লিখিত চিঠি পায়। চিঠিগুলো প্রেমপত্র, যেখানে প্রেরক ও প্রাপকের নাম ছেঁড়ে ফেলা। কৌতূহল ও অনুভূতির জোরে সে একে একে চিঠি পড়তে শুরু করে। প্রতিটি চিঠি তাকে নতুন আবেগে ভাসিয়ে দেয়। হঠাৎ সে লক্ষ্য করে, হাতের কাছে থাকা কলম নিয়ে চিঠির কাছে রাখলেই অজান্তে লেখা শুরু হয়ে যায়। চিঠিগুলো নিজে নিজে পূর্ণ হয়ে যায় এবং প্রেরক ও প্রাপকের নাম স্পষ্ট হয়ে ওঠে। অরিজিৎ ঠিক করে, প্রতিটি চিঠি সঠিক প্রেরক ও প্রাপকের কাছে পৌঁছে দেবে।