একজন Pathao চালক ছেলের সাথে এক মেয়ের প্রথম রাইডের অভিজ্ঞতা ঘিরে পুরো গল্প। ছেলেটার বাইকের ব্রেকের সমস্যার কারণে বারবার থামতে হয়, আর সেই সঙ্গে মেয়েটা ছেলেটার গায়ে ধাক্কা খায়। প্রথমে এটা নিয়ে মেয়েটা বিরক্ত হয়, পরে মজার ছলে ঝগড়া শুরু করে। ছেলেটা বারবার বোঝাতে চায় যে এটা ইচ্ছা করে নয়, কিন্তু মেয়েটা কথার ছলে তাকে খোঁচাতে থাকে। এভাবেই রাইডের ছোট্ট সময়ে তাদের মধ্যে একধরনের মিষ্টি ঝগড়া, হাস্যরস আর অদ্ভুত এক টান তৈরি হয়। গন্তব্যে পৌঁছানোর আগেই তারা একে অপরের প্রতি একটা অচেনা কিন্তু উষ্ণ অনুভূতিতে জড়িয়ে যায়।