ইতিহাসের পাতায় ঢাকা পড়ে যাওয়া এক অধ্যায়ের সন্ধানে... আরামবাঁগের সেই জমিদার বাড়িটি আজও তার ভাঙা দেয়াল, উঁচু কারুকাজখচিত গম্বুজ আর অন্ধকার করিডোরগুলো দিয়ে বহন করে চলেছে শতাব্দী প্রাচীন গল্প। ভৌতকতা, প্রেম, রহস্যের কারণে আরামবাঁগের জমিদার বাড়ি যা হারিয়ে গেছে কালের গহ্বরে, তারই পুনরুদ্ধারের এক সাহসী প্রচেষ্টা এই গ্রন্থ।