এরপর আর কোনো ভয় আমাকে তাড়া করতে পারবে না। হারানোর ব্যথা দীর্ঘায়িত হওয়ার আগে এই সকালের নরম আদরের স্মৃতিটুকু ভেসে উঠবে স্মৃতিপটে, আর মনে করিয়ে দেবে তুমি আমার, শুধুই আমার। তোমার ভালোবাসা আমার আজন্ম তপস্যা।" কিছু কথা, কিছু শব্দ নারী হৃদয়ের দুর্বলতা। তুর্জয় বেশ সুন্দরভাবে সেই দুর্বল জায়গায় আঁচড় কাটলো। আর সমস্ত ভয় পরণের বস্ত্রের মতো দূরে ছুঁড়ে নন্দিতা ডুবে গেল প্রেমিকের বাহুর ভাঁজে। পরিবার-পরিজন এমনকি ভাইয়ের সম্মানের কথা ভুলে শুধু বিদেশ বিভূঁইয়ে অল্প সাক্ষাতের এক প্রেমিক পুরুষের দ্বিধান্বিত মনকে শান্ত করতে বেপরোয়া হয়ে পড়লো। উষ্ণ চুমুর বিপরীতে ঠোঁট এগোলো স্বেচ্ছায়। এরপর.... প্রেমিকের এই নরম আদর ফুল নাকি কাঁটার চাদর বিছিয়ে দিয়েছিল তার জীবনে! শেষ পর্যন্ত কী পরিণতি হয়েছিল তাদের? জানতে হলে পড়তে হবে প্রেমের ধূলিঝড় ২।
"খুব ভালো লাগলো গল্প টা। অনেক অপেক্ষার পর পড় তে পেরে। নন্দিতার ভালোবাসা নিখাদ ছিলো, কিন্তু তুর্জয় নন্দিতা কে ভালো বাসলেও সে নিজের স্বার্থ টাই দেখেছে। দিন শেষে নন্দিতা কে ঠকিয়েছে। নন্দিতার জীবন ধ্বংস করার কোনো অধিকার তুর্জয় এর ছিলো না। কিন্তু নন্দিতার ঘুরে দাঁড়ানো সত্যি খুব ভালোলাগলো। লিয়াম এর জন্য খারাপ লাগছে যে ও নিজের ভালোবাসা পেলো না। সব মিলিয়ে গল্প টা সুন্দর ❤️❤️❤️"
খুব ভালো লাগলো গল্প টা। অনেক অপেক্ষার পর পড় তে পেরে। নন্দিতার ভালোবাসা নিখাদ ছিলো, কিন্তু তুর্জয় নন্দিতা কে ভালো বাসলেও সে নিজের স্বার্থ টাই দেখেছে। দিন শেষে নন্দিতা কে ঠকিয়েছে। নন্দিতার জীবন ধ্বংস করার কোনো অধিকার তুর্জয় এর ছিলো না। কিন্তু নন্দিতার ঘুরে দাঁড়ানো সত্যি খুব ভালোলাগলো। লিয়াম এর জন্য খারাপ লাগছে যে ও নিজের ভালোবাসা পেলো না। সব মিলিয়ে গল্প টা সুন্দর ❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
গল্পটা খুব ভালো লাগলো..অনুভব করছি অপেক্ষায় ছিলাম কখন আসবে শেষ টুকু পড়ে কান্না আসছে 🥺তু্র্জয়ের জন্য খারাপ লাগলো শেষে কি শাস্তি হইল?? ভালোবাসছে ঠিকই সুন্দর একটা সংসার দিলে ভালো হইতো 💔ইশশ খুব কান্না আসছে 🥺😭এভাবে কেন হইল 😭