২০২০ সালের সেই ভয়াল দিনগুলো। এক অদৃশ্য শত্রু এসে পুরো পৃথিবীকে থমকে দিয়েছিল। নিউ ইয়র্ক, ফ্রান্স, জাপান কিংবা ইতালি—যে শহরগুলো একসময় কখনো ঘুমাত না, সেগুলো মুহূর্তেই হয়ে উঠেছিল জনশূন্য মরুভূমি। বিশ্বব্যাপী মানুষ এক অভূতপূর্ব আতঙ্কে নিঃশ্বাস নিতে শিখেছিল। মৃত্যুর মিছিল প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল, আর স্বজন হারানো মানুষদের চোখের জল শুকিয়ে যাচ্ছিল হাহাকারেই। এই দুর্যোগের ভেতরে দাঁড়িয়ে সোনার বাংলার মানুষও কম কষ্ট পায়নি। ভয়, আতঙ্ক আর ক্ষুধা একসাথে গ্রাস করেছিল গ্রাম-শহরের প্রতিটি পরিবারকে। অথচ সেই সংকটকালেও কিছু মানুষ—যাদের দায়িত্ব ছিল জনদরদে পাশে দাঁড়ানো—তারা ব্যস্ত ছিল অসহায়দের অধিকার হরণে। চাল চুরির মতো জঘন্য অপরাধে লিপ্ত হয়েছিল তথাকথিত রাজনীতিক ও অসাধু ব্যবসায়ীরা। ক্ষুধার্ত শিশু আর গরিব মায়ের আহাজারি যখন আকাশ ফুঁড়ে উঠছিল, তখন কিছু চাউল চোর নিজেদের পেট ভরাচ্ছিল নিষ্ঠুরতার ভোজে।