বাঙালি জাতি এবং বাংলাদেশের মানুষ আজ এক গভীর সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ২০২০ থেকে ২০২২—প্রায় তিন বছরের এক অন্ধকার অধ্যায়, যখন করোনা মহামারির ছায়া গোটা বিশ্বকে গ্রাস করেছিল। এ দেশের অসংখ্য মানুষ হারিয়েছেন আপনজনকে; বন্ধ হয়ে গিয়েছিল চাকরি, শিক্ষা, এমনকি মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার স্বাধীনতাও ছিল ভয়ে আর নিষেধাজ্ঞায় শৃঙ্খলিত। টিকে থাকার সংগ্রামে মানুষ নিঃশেষ করেছে সঞ্চয়ের প্রায় শেষ কণা। কিন্তু দুর্ভাগ্য এখানেই থেমে থাকেনি। এর পরপরই নেমে এসেছে অর্থনৈতিক মন্দা, দুর্নীতির ঘন ছায়া আর আর্থিক খাতের অস্থিরতা, যা সাধারণ মানুষের জীবনকে করেছে দুর্বিষহ। সমাজজুড়ে অস্থিরতা, মানুষের ব্যক্তিগত জীবনে উদ্বেগ আর অনিশ্চয়তার ভার যেন প্রতিদিন নতুন করে বেড়ে চলেছে। তবুও, এই আঁধারের ভেতরেই কিছু মানুষ রয়েছেন স্থির—নির্বিকার, নীরবে বয়ে চলা নদীর মতো। তাদের ভেতরেই হয়তো লুকিয়ে আছে আগামীর নতুন আলোর ইঙ্গিত।