নুষের জীবন শুধুই অবহেলা, বিভ্রান্তি আর ভিত্তিহীন দর্শনের আবর্তে ঘুরপাক খাওয়ার জন্য নয়। তবুও আমরা ব্যক্তিজীবনে, সমাজে এবং রাষ্ট্রে প্রায়ই সেই অবহেলিত জীবনেই আটকে থাকি। অথচ প্রতিটি মানুষেরই নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে বেড়ে ওঠার অধিকার আছে। আমি বিশ্বাস করি, প্রত্যেকেই অসাধারণ মানুষ হিসেবে বাঁচতে পারে—নিজের মধ্যে স্রষ্টার মহিমা প্রকাশ করতে পারে। মানুষের মনে সারাজীবন কত আকাঙ্ক্ষা, কত চিন্তা, কত উপলব্ধি জমা থাকে; কিন্তু সবাই সেসব প্রকাশ করতে পারে না। অথচ বলা প্রয়োজন, কারণ প্রতিটি মানুষই স্রষ্টার সেরা সৃষ্টি। তিনি কখনোই তাঁর সৃষ্টির সাথে ছলচাতুরী করবেন না। এই বইয়ে আমি সেই ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি, তা নির্ণয়ের দায়িত্ব আপনাদের হাতে।