এই গ্রন্থে যেটা পড়বে, সেটার শুরুটা অত্যন্ত সরল—ভক্তি, ধরেন বিশ্বাস কিংবা মিথ্যার মতোই—তবে শেষটায় পৌঁছালে জটিলতার এক জালে আটকে যাবে মন। যদি ভক্তি হয় সত্য, তাহলে সে সত্যিই সব ভক্তির মণিকোঠা আলোকিত করে দেয়। আর যদি ভক্তি হয় মিথ্যা, তাহলেও সোজাসাপ্টা এক কথা—মিথ্যাই বিরাজ করবে সব দিকে। এটাই হয়তো মানুষের সঙ্গে মানুষের যে অদৃশ্য খেলা, তার মৌলিক সিদ্ধান্ত।