তরী এক যুবতী মেয়ে, যে লুকিয়ে বিয়ে করেছিল তারই ভার্সিটির লেকচারার শাহরিয়ার আহসানকে। অথচ বিয়ের পরের দিনই শাহরিয়ার সম্পর্কটি শেষ করার কথা বলে তাকে ছেড়ে দূর দেশে পাড়ি জমাল। একাকিত্ব আর লুকিয়ে বিয়ে করার যন্ত্রণায় ভেঙে পড়ল মেয়েটি। ঠিক তখনই বন্ধুত্বের হাতটি আরও শক্ত করে ধরল শুভ্র নামের ছেলেটি—যে কি না শাহরিয়ারের ছোট ভাই। চার মাস পরে শাহরিয়ার ফিরে এলে, তখন তাদের সবার অবস্থানই বা কী হলো? এ এক দ্বিধা ও সত্য মিথ্যার গল্প। শাহরিয়ারের ভাষায়—যা সত্য, তাই মিথ্যা, আর যা মিথ্যা, তাই-ই সত্য।
I enjoyed reading this book. It was nice and happy ending.
Read all reviews on the Boitoi app
অসম্ভব সুন্দর লেগেছে পুরো গল্পটা। একটা টান টান উত্তেজনার মধ্য দিয়ে গল্পটা শেষ করেছি। শুভ্রর জন্য একটু খারাপ লাগছে তবে ওর উচিৎ ছিল তরী ওর ভাইয়ের বউ জানার পর ওর থেকে দূরে থাকা। এরকম আরো সুন্দর গল্প পড়তে চাই।
গল্পটা এত্ত দারুণ কেন 🥹, প্রতি লাইনে কি দারুণ উত্তেজনা পরের লাইনে কি আছে এই নিয়ে, উফ এই শাহরিয়ার আমার মস্তিষ্ক-এ এমন ভাবে গেঁথে গেছে না পারছি ধরতে আর না পারছি ছাড়তে। নৌশি আপু অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা রইলো তোমার জন্য 💖