মানব ইতিহাস জুড়ে মানুষ মহাবিশ্বের দিকে তাকিয়ে প্রশ্ন করেছে—“আমরা কোথা থেকে এলাম, কেন এলাম, এবং আমাদের গন্তব্য কোথায়?” এই প্রশ্নের উত্তর খোঁজার পথে অনেকে ভিন্ন ভিন্ন মতবাদ দাঁড় করিয়েছে; কেউ অস্বীকার করেছে স্রষ্টার অস্তিত্বকে, কেউ বিশ্বাস করেছে মহাবিশ্ব চিরন্তন, আবার কেউ বলেছে মৃত্যু-পরবর্তী জীবনের কোনো বাস্তবতা নেই। অথচ মানুষের অন্তর, বুদ্ধি এবং অভিজ্ঞতা এই তিনই ইঙ্গিত দেয়—একজন চূড়ান্ত স্রষ্টা আছেন, ন্যায়বিচার শুধু এ দুনিয়াতেই শেষ নয়, এবং সেই স্রষ্টার প্রেরিত দিশাই মানুষের প্রকৃত মুক্তি ও ন্যায়ের পথ। এই লেখায় আমরা তিনটি মৌলিক সত্যকে যৌক্তিকভাবে প্রতিষ্ঠিত করব— 1. আল্লাহর অস্তিত্ব একটি অনিবার্য বাস্তবতা। 2. আখিরাত বা পরকাল ন্যায়বিচারের জন্য অপরিহার্য। 3. নবুওয়াত এবং তার পরিপূর্ণ রূপ ইসলামই মানুষের জন্য একমাত্র প্রকৃত দিশা।