দীপু, জিসান ও প্রবাল ঢাকা ল্যাবরেটরিতে একসাথে ভর্তি হয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। তিনজনের বাসা রাজধানীর ভিন্ন প্রান্তে হলেও পাশাপাশি বসার কারণে দ্রুত বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে পারিবারিক সখ্যে রূপ নেয়। তারা পড়াশোনা ও খেলাধুলায় সমানভাবে মেধাবী, বিশেষ করে ক্রিকেটে স্কুল টিমকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখে। বিতর্ক প্রতিযোগিতা ও বিভিন্ন পুরস্কারে তারা বারবার সাফল্য অর্জন করে। লেখাপড়া ও খেলায় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা চলে। ক্লাসের বাইরেও অ্যাডভেঞ্চার ও রহস্যকাহিনি পড়তে তাদের ভীষণ আগ্রহ।