গ্রামের সাদা মনের মানুষ উঁছি ব্যাপারী। আগে গঞ্জে গেঞ্জির ব্যবসা করতেন, এবং ব্যবসা করে হিসাবি স্ত্রী ও নিজের প্রচেষ্টায় বর্তমানে কয়েক একর ধানিজমির মালিক হয়েছেন। স্ত্রী গত হয়ে যাওয়ার পর, নিজেরও বয়স বাড়ায় ব্যবসা থেকে অবসর নেন। তার ছোট মেয়ে সখিনা এবং বড় দুই ছেলে খালেক ও মালেক নিয়ে বর্তমান সংসার। বড় ছেলে খালেক বাবার অমতে পার্শ্ববর্তী গ্রামের কসু মোড়লের মেয়ে মর্জিনাকে ভাগিয়ে বিয়ে করে ঘরে তুলেছে।