কিশোর বারবার এক ভৌতিক বিমানের কাহিনী মনে করে আতঙ্কিত। রকি বীচ এয়ারপোর্টকে ঘিরে প্রচলিত আছে রহস্যময় গল্প—প্রথম বিশ্বযুদ্ধের পাইলট ক্যাপ্টেন স্টার সেখানে প্রথম বিমান অবতরণ করতে চেয়েছিলেন। কর্তৃপক্ষ বাধা দিলেও তিনি কুয়াশাচ্ছন্ন আকাশে উড়ে আসেন, কিন্তু হঠাৎ কুয়াশার মধ্যে ঢুকে বিমানসহ অদৃশ্য হয়ে যান। এরপর থেকে শোনা যায়, ভুতুড়ে বিমান নিয়ে এখনও তিনি আকাশে ঘুরে বেড়াচ্ছেন। এয়ারপোর্টে নতুন এক যাত্রীকে আনতে আসলেও কিশোর এই গল্প ভুলতে পারে না। যখন আসল বিমানের ল্যান্ডিং দেখার জন্য দাঁড়ায়, হঠাৎই ঘন কুয়াশা দেখা দেয় এবং বিমানটি অদৃশ্য হয়ে যায়।