আলভী চমৎকার এক কিশোরের নাম। বাবা-মায়ের কথা শোনে। নিয়মিত লেখাপড়া করে। কিন্তু হঠাৎ কী যেন হয় তার। মোবাইল ফোনের নেশা পেয়ে বসে তাকে। আদরের ছেলের আবদার পূরণ করেন বাবা-মা। মোবাইল ফোন এলোমেলো করে দেয় তার রুটিনমাফিক জীবন। এরই মধ্যে একজন ভূতবন্ধুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। কেন এই ভূতবন্ধু তার জীবনে এলো? কী তার উদ্দেশ্য? সে কি আলভীকে নতুন কোনো জীবনে নিয়ে যাবে? এই ভূতবন্ধুর বাড়িই বা কোথায়? সে কি আলভীকে তার আগের জীবনে ফিরিয়ে আনতে পারবে?