ভূতুড়ে দুর্গের ভেতরটায় ঘুটঘুটে অন্ধকার। কিশোর কোথায় গেল কে জানে? ‘বাঁচাও! বাঁচাও!’ চেঁচিয়ে উঠল মুসা। ছাউনির পুরু কাঠের তৈরি দেয়ালে কিল মারতে শুরু করল ও। ভাঙার চেষ্টা করল। পারল না। ঘন হয়ে যাচ্ছে ধোঁয়া। অসহ্য হয়ে উঠছে গরম। পাগলের মত বেরোনোর জায়গা খুঁজে বেড়াতে লাগল ও। কিন্তু কোথাও কোন ফাঁকফোকর নেই, আর তক্তাগুলো খুব শক্ত করে পেরেক দিয়ে লাগানো। দরজাটা ছাড়া বেরোনোর আর কোন পথই নেই।