ইব্রাহিম কার্দি সপ্তম শ্রেণীতে পড়াকালে মায়ের মৃত্যুর কারণে একাকিত্বে ভুগছিল। প্রতিদিনের বিষণ্ণ জীবনে মায়ের কবর ছিল তার সান্ত্বনার স্থান। এক রাতে পড়াশোনা শেষে কবরের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে দূরে মেঘনা নদীর ধারে এক ক্ষীণ আলো দেখে কৌতূহলবশত সেখানে যায়। নদীর কিনারায় গিয়ে দেখে, একটি নৌকায় এক বৃদ্ধা বসে আছেন হাতে হারিকেন নিয়ে। বৃদ্ধার শান্ত মুখ তাকে বিস্মিত করে এবং কথোপকথনের মাধ্যমে রহস্যময় এক নতুন অভিজ্ঞতার সূচনা হয়।