সেকালে ইহুদি বংশে তিনটি লোক ছিল—একজন ধবল, একজন টাক, আরেকজন অন্ধ। আল্লাহ তাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে ধবল রোগীর কাছে এসে জিজ্ঞেস করলেন, "তুমি কী ভালোবাস?" ধবল রোগী বললেন, "আমার গায়ের রং যদি ভালো হতো!" ফেরেশতা তার গায়ে হাত বুলাইয়া দিলেন, এবং তার রোগ সারিয়ে গেল। এরপর ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বললেন, "তুমি কী ভালোবাস?" সে বলল, "আমার রোগ যদি সারিয়ে যায়!" ফেরেশতা তার মাথায় হাত বুলাইয়া দিলেন, এবং তার মাথায় চুল গজাল। অন্ধের কাছে গিয়ে ফেরেশতা বললেন, "তুমি কী ভালোবাস?" সে বলল, "আল্লাহ আমার চোখ ভালো করুক!" ফেরেশতা তার চোখে হাত বুলাইয়া দিলেন, এবং তার চোখ ভালো হয়ে গেল। কিছুদিন পর ফেরেশতা ধবল রোগীর কাছে ফিরে এসে বললেন, "আমি এক বিদেশী। আল্লাহর দয়া ছাড়া দেশে ফিরতে পারছি না।" ধবল রোগী বললেন, "উটের দাম অনেক!" ফেরেশতা বললেন, "তুমি তো ধবল রোগী ছিলে, আল্লাহ তোমাকে ধন দিয়েছেন!" ধবল রোগী বললেন, "এ সব তো আমার বরাবরই আছে।" ফেরেশতা বললেন, "যদি তুমি মিথ্যা বল, আল্লাহ তোমাকে আবার তেমনি করবেন।" অন্ধ বললেন, "আমি গরিব ছিলাম, আল্লাহ আমাকে ধনী করেছেন। তুমি যা চাও, আমি দেব!" ফেরেশতা বললেন, "তোমার জিনিস তোমারই থাক। আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন।"