ফিলিস্তিনের জলপাই গাছেরা কেবল নীরব সাক্ষী নয়, তারা এক জাতির আত্মার প্রতিচ্ছবি। যুগ যুগ ধরে তারা দেখে আসছে নিজভূমে পরবাসী হওয়ার যন্ত্রণা, স্বজন হারানোর আর্তনাদ আর ধ্বংসস্তূপের মাঝে নতুন করে বেঁচে ওঠার লড়াই। এই মর্মস্পর্শী গল্প সংকলনটি ফিলিস্তিনের সেই হৃদয়ের রক্তক্ষরণকে শব্দে ধারণ করেছে। প্রতিটি গল্প যেন এক একটি জানালা, যা দিয়ে উঁকি দিলেই দেখা যায় তাদের দৈনন্দিন জীবনের সংগ্রাম, স্মৃতি আর স্বপ্নের এক গভীর জগৎ। 'আমার নানীজান'-এর মতো গল্পে যেমন হারানো দিনের উষ্ণতা খুঁজে পাওয়া যায়, তেমনি 'দুঃখী কমলার দেশ' বা 'ধ্বংসস্তূপের বাস্তবতা'-র মতো আখ্যানে ফুটে ওঠে যুদ্ধের নির্মমতা। এই গল্পগুলো কেবল বেদনার নয়, বরং অদম্য মনোবল, তীব্র ভালোবাসা আর শেকড়ের প্রতি মানুষের অবিশ্বাস্য টানের কথা বলে। ফিলিস্তিনিদের আত্মাকে কাছ থেকে অনুভব করতে এবং মানুষের টিকে থাকার অসামান্য ক্ষমতার সাক্ষী হতে বইটি পড়া আবশ্যক।