ধাঁধার কথা আসলেই যার নাম মুখে আসে সে হলো কালিদাস পণ্ডিত। তার ধাঁধা নাকি যুগ যুগ ধরে গ্রাম বাংলার মানুষের মুখে মুখে ঘুরে ফিরত। সেও এমন সব ধাঁধা যা শুনলে মাথা ঘুরে যায়। বাপরে কী কঠিন সেই ধাঁধা। তবে তাকে আমাদের গ্রাম বাংলার ধাঁধার জনক বলা যায় অনায়াসে। কালিদাস পণ্ডিতের ধাঁধা নিয়ে মানুষ মাথা ঘামাতে পছন্দ করে। এই বইয়ে কালিদাস পণ্ডিতের অসংখ্য ধাঁধা সংকলিত হয়েছে। যা পড়ে বিস্তৃত হবে শিশুদের জ্ঞানের রাজ্য। বিকশিত হবে তাদের মন মানসিকতা। এই বইয়ে যে সব ধাঁধা সংকলিত হয়েছে তা পড়ে ভালো লাগবে সবার।