অতীতের আফসোস আর ভবিষ্যতের দুশ্চিন্তা কি আপনার বর্তমানকে কেড়ে নিচ্ছে? অতিরিক্ত ভাবনার চক্রে আটকে থেকে মূল্যবান সময় নষ্ট হচ্ছে প্রতিদিন? এই বই আপনার অস্থির মনকে শান্ত করার এবং সময়ের লাগাম নিজের হাতে ফিরিয়ে নেওয়ার অব্যর্থ কৌশল দেখাবে। অতিরিক্ত ভাবনার জেল থেকে মুক্তি পেয়ে প্রতিটি মুহূর্তকে কাজে লাগান। আপনার জীবনকে বদলে দেওয়ার শক্তিশালী সূচনা হোক এখানেই।