চিরকুটের দিনকাল কোনো কল্পনার গল্প নয়; এটা সময়ের আর্দ্র ডায়েরির পাতা। এই বইয়ের প্রতিটি গল্প যেন হারিয়ে যাওয়া কোনো বিকেল, ভেজা পুকুরপাড়, ভাঙা চকলেটের স্বাদ কিংবা প্রথম প্রেমের অগোছালো কবিতা। এখানে স্কুল পালিয়ে সিনেমা আছে, কানামাছি খেলতে গিয়ে চোখে জল আছে, বন্ধুদের বিশ্বাসভঙ্গ আর আবার জড়িয়ে ধরার গল্পও আছে। এই সংকলন কোনো নির্দিষ্ট গ্রামের, শহরের কিংবা একজন মানুষের নয়। এটা আমাদের সবার। যারা 'মাসুদ রানা' লুকিয়ে পড়ত, কিংবা 'চিরকুট' লিখে বুক ধড়ফড় করাতো—তাদের জন্য এই বই।