অন্যের চোখে সেরা হতে গিয়ে নিজের জীবনকে হারিয়ে ফেলছেন? মানুষের প্রশংসার জন্য মূল্যবান সময় আর শক্তি নষ্ট করছেন প্রতিদিন? এবার থামুন। এই বই আপনাকে শেখাবে কীভাবে অন্যের মতামতের ঊর্ধ্বে উঠে নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়া যায়। ভ্যালিডেশন খোঁজা বন্ধ করে নিজের শর্তে বাঁচুন এবং সময়ের নিয়ন্ত্রণ নিন। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হোক আজই।