🚀 সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে আপনার মনোভাবে! ভালো মনোভাব দলকে জয়ের পথে এগিয়ে দেয়, আর খারাপ মনোভাব নিশ্চিতভাবে ধ্বংস ডেকে আনে। বিশ্ববিখ্যাত নেতৃত্ব বিশেষজ্ঞ জন সি. ম্যাক্সওয়েল তাঁর জনপ্রিয় বই "এটিটিউড ১০১"-এ দেখিয়েছেন— ✅ কেন ব্যক্তিগত মানসিকতা সরাসরি পারফরম্যান্স নির্ধারণ করে? ✅ খারাপ মনোভাবের ৬টি সাধারণ সমস্যা এবং সেগুলো দূর করার উপায়। ✅ নেতিবাচক চিন্তাকে বদলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার কৌশল। ✅ ব্যর্থতাকে সাফল্যের নতুন সংজ্ঞায় রূপান্তর করার রহস্য। সংক্ষিপ্ত, সহজবোধ্য এবং অনুপ্রেরণামূলক এই বই পড়লে আপনি শিখবেন— 👉 কীভাবে নিজের ও দলের মনোভাব বদলে সর্বোচ্চ সাফল্য অর্জন করা যায়। 🌟 মনে রাখবেন: এটিটিউড সংক্রামক। তাই আপনার দল যেন ইতিবাচক মনোভাবই গ্রহণ করে, সেটা নিশ্চিত করুন!