বইটি পড়ছি আর মনে হচ্ছে সেকালের ঠাকুর বাড়ির এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরে বেড়াচ্ছি ........ প্রতিটি মানুষ যেনো আমার চোখের সামনে ঘুরে ফিরছে , তাঁদের কথা কাজ আমি বুঝতে পারছি । বিশেষ করে কর্তাদাদামশায় , মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এর ক্যারেক্টার খুবই সরস ! বইটা অগোছালো ভঙ্গিতে দিনলিপির মতো করে লেখা , অনেকটা যেনো স্মৃতি রোমন্থন........ লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর জটিল করে না লিখে সহজ সাবলীল ভাষায় তাঁর পরিবারের স্মৃতিকথা কে "ঘরোয়া" বইটিতে তুলে ধরেছেন।
Read all reviews on the Boitoi app