এক অচেনা নীহারিকার মতো স্মৃতিতে আটকে থাকা এক হৃদয়ের আর্তি—অসম্পূর্ণ প্রেম আর বেদনাময় বিচ্ছেদের গল্প। ভালোবেসেও না-পাওয়া, হারিয়েও না-ভোলা সেই অনুভব—যার গন্ধ ভেসে থাকে ঘাসফুলের মতো চারপাশে। কোরবানি আর ‘কবুল’-এর মাঝখানে বেঁচে থাকে শুধু দীর্ঘশ্বাস আর অনুনয়। কারণ প্রেম সবসময় মিলন লিখে দেয় না—কখনও তা থেকে যায় বিশ্বাসের প্রশ্নে, অমোঘ আকুতির অনন্ত প্রতিধ্বনিতে।