গ্রামের চেয়ারম্যান গফুর মিয়ার ছেলে মনির গত রাতে খুন হয়েছে। তার লাশ পাওয়া গেছে উত্তর পাইক পাড়ার তিন রাস্তার মোড়ের বট গাছের নিচে। ক্ষত-বিক্ষত বীভৎস লাশ। চোখ দুটি খুবলে তুলে ফেলা হয়েছে। সমস্ত শরীর ধারালো কোনো অস্ত্রে ফালাফালা করা হয়েছে। এমনকি কোমরের নিচে শিশ্নটাও টেনে ছিঁড়ে ফেলা হয়েছে।