ভাই, তুইই……ই…তন্ময়ের কথায় ড্রয়িং রুমে থাকা সবাই চৌধুরী বাড়ির সদর দরজার দিকে তাকালো। কাব্যকে দেখে সবাই হতভম্ব ।তন্ময় এগিয়ে এসে কাব্যের কাঁধে হাত রেখে বললো,“বাহ্ ভাই! আমাকে তো অন্তত জানাবি।”কাব্য ঘরে ঢুকে হেসে বললো,“সারপ্রাইজ…”সোহানা চৌধুরী উঠে দাঁড়ালেন, মুচকি হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন,“তোমার ডিসিশনে আমার আস্থা আছে, তবে যা করবে এখন ভেবে-চিন্তে করবে।”সোহানার এই রহস্যময় কথার অর্থ বোঝা কারো পক্ষে সহজ নয়। একজন লইয়ারের অগ্রিম বলা কথা কি সহজেই বোঝা যায়?