আবু নাসির সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। কুদুস ফাতেহী, অর্থাৎ জেরুজালেমের বিজয়ী, পাশ্চাত্যে তিনি সালাদিন নামে পরিচিত। তিনি কুর্দি জাতিগোষ্ঠীর লোক ছিলেন এবং ইউরোপীয় ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিম প্রতিরোধের নেতৃত্ব দেন। তার সালতানাতে মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার অন্যান্য অংশ অন্তর্ভুক্ত ছিল। ১১৭৪ সালে তার রাজ্যাভিষেক হয় কায়রোতে এবং ১১৯৩ সালে দামেস্কে মৃত্যুবরণ করেন।