সূরা কাহফ আল কোরআনের ১৮তম সূরা। এটি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের একটি অংশ, যার আয়াত সংখ্যা ১১০ এবং রুকুর সংখ্যা ১২। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে কুরাইশদের তিনটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এই সূরায় হযরত মুসা, হযরত খিযির এবং জুলকারনাইনের ঘটনাও বর্ণনা করা হয়েছে, এবং এর মূল বিষয় হল আসহাবে কাহফ, যারা গুহাবাসী মুমিন। আল কুরআনের এই সূরার শ্রেণী মক্কী এবং এর নামের অর্থ গুহা।