ইব্রাহিম ট্রাউরের বুরকিনা ফাসো পশ্চিমাদের বুকে কাঁপন ধরানো বুরকিনা ফাসোর সিংহ, ইব্রাহিম ট্রাওরে সম্পর্কে জানতে হলে আমাদের এই ব্যক্তিটির দেশ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। সুপ্রিয় পাঠক, আসুন প্রথমে জেনে নেই ইব্রাহিম ট্রাওরের দেশ বুরকিনা ফাসো সম্পর্কে সার্বিক অবস্থান ও পরিস্থিতি। বুরকিনা ফাসো পশ্চিম আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ। এটি ২৭৪,২২৩ বর্গকিলোমিটার (১০৫,৮৭৮ বর্গ মাইল) এলাকা জুড়ে বিস্তৃত এবং ২০২৪ সালে দেশটির আনুমানিক জনসংখ্যা ছিল প্রায় ২৩,২৮৬,০০০। এর নাগরিকরা বুরকিনাবেস নামে পরিচিত এবং এর রাজধানী ও বৃহত্তম শহর হল ওউগাডুগু।