ইরানি বিপ্লব, যা ১৯৭৯ সালের বিপ্লব বা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব নামে পরিচিত, এটি ধারাবাহিক ঘটনাবলীর একটি ফলস্বরূপ। ১৯৭৯ সালে পাহলভি রাজবংশের পতনের মাধ্যমে এই বিপ্লবটি সংঘটিত হয়। এর ফলে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠিত হয়, কারণ শাহ মোহাম্মদ রেজা পাহলভির রাজতান্ত্রিক সরকারকে ইসলামপন্থী ধর্মগুরু রুহুল্লাহ খোমেনি প্রতিস্থাপন করেন। ১৯৬০-এর দশকের শেষের দিকে এবং ১৯৭০-এর দশকের গোড়ার দিকে, যখন আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন তারা নিক্সন মতবাদ গ্রহণ করে, যার ফলে আঞ্চলিক নিরাপত্তার বোঝা মিত্র রাষ্ট্রগুলির উপর স্থানান্তরিত হয়। শাহের অধীনে ইরান পারস্য উপসাগরে "আঞ্চলিক পুলিশ" হয়ে ওঠে, যার ফলে সামরিকীকরণ এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়।