“তুমি আমার ওপর বিশ্বাস করেছিলে, নাকি চোখ বন্ধ করে ঝাঁপ দিয়েছিলে?” ধোঁয়ার ফাঁদ, লেজারের জাল আর মৃত্যুঝুঁকির মাঝেও তাদের খুনশুটি থামেনি। “শোনো, আবার যদি এরকম কিছু করো… আমি সত্যিই মেরে ফেলবো তোমাকে।” “হুম, কিন্তু আমার মরার আগে তুমি লাল হয়ে গেলে।” ঝগড়ার আড়ালে লুকিয়ে থাকে অনুচ্চারিত টান— মিশন এগোয়, কিন্তু আসল ঝামেলা শুরু হয় হৃদয়ের ভেতরে…