শেখ সাদী মানুষকে নিজের জ্ঞান, প্রজ্ঞা ও চেতনার আলোকোজ্জ্বল আলোকমালায় উদ্ভাসিত করে নীতি ও নৈতিকতার পথে আহ্বান করেছেন। তিনি ইসলামের নীতি, আদর্শ, সততা ও মূল উদ্দেশ্যকে উজ্জীবিত করে ইসলামী সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য নিবেদিত ছিলেন, যা আজও মানুষ ভুলতে পারেনি। নীতি ও নৈতিকতার ময় সাহিত্যের আলোচনা আসলেই, সবার আগে শেখ সাদীর নাম আলোচিত হয়। তিনি সাহিত্যের মাঝে ইসলামের বীজ বপন করে মানুষকে শিখিয়েছেন কিভাবে নীতি, নৈতিকতা ও ইসলামী আদর্শে জীবন পরিচালনা করতে হয়। এজন্যই তিনি একজন যুগশ্রেষ্ঠ ইসলামের জ্ঞানতাপস এবং নীতি ও নৈতিকতার অমর লেখক।