“আমাকে মেরে রেখে আমার চোখের সামনে শয়তানটা ওর গার্লফ্রেন্ডকে নিয়ে বেডরুমে চলে যায়। আমি যখন ড্রয়িং রুমে পড়ে ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছি, শয়তানটা তখন পরনারী নিয়ে মেতে উঠেছে বেডরুমে। আমার সন্তানটা যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ওর বাবা তখন অন্য নারীর মধ্যে আনন্দ সুখ খুঁজছে। ঝড় শুরু হয়, ঝুম বৃষ্টি নেমে আসে। আমার ব্লিডিং হতে শুরু করে। কয়েকবার চিৎকার করে ডাকারের চেষ্টা করেছিলাম, কেঁদে কেঁদে বলেছিলাম, আমাকে হাসপাতালে নিয়ে যাও, আমার সন্তানকে বাঁচাও। কিন্তু কেউ শোনেনি আমার কথা, আমার ডাক চৈত্রের সেই রাতে কারো কানে পৌঁছায়নি।”
এই লেখিকা আপনার কাজ লেখা, আপনি কি করলেন পেঁয়াজ নিয়ে বসলেন!!! খালি চোখে পানি আসছিল কি জ্বালা। জোকস আপার্ট অনেক সুন্দর বাস্তবধর্মী একটা গল্প। এমন আরও সুন্দর লেখনী আমাদের উপহার দিন ❤️।।।।।।
Read all reviews on the Boitoi app
ফেসবুক থেকে ভালো লেগেছে তাই