এরিদ ম্যানশনের দুর্গের চূড়ায় দাঁড়িয়ে আছে। মাথার ওপর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং মুষলধারে বৃষ্টি ঝরছে। চারপাশে বিকট বজ্রপাতের শব্দ, তবুও এরিদ নিশ্চল। তার বুকের ভেতর থেকে আসা শব্দ এই বজ্রপাতকে হার মানাচ্ছে, এবং আজ তার প্রতিটি পাঁজরে ভাঙনের আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ সে দু’হাত মেলে ধরল পাখির ডানার মতো, চোখ বুজল, এবং ঠিক তখনই বিশাল এক থাবার মতো হাত এসে পড়ল তার কাঁধে।