ইরফান বা হাতে মাইরার ডান হাতের কব্জি শক্ত করে ধরে। মাইরার মনে হলো তার হাতের রক্তের চলাচল থেমে যাচ্ছে। ভয়ে বারবার ঢোক গিলছে মেয়েটা। একবার হাত ছাড়াতে চাইলেও, তার হাত বিন্দুমাত্র নড়াতে পারলো না। ইরফান ভার্সিটির মাঠের মাঝ বরাবর দাঁড়িয়ে হঠাৎ সকলের উদ্দেশ্যে সিংহের ন্যায় গর্জন তুলে বলে, সি ইজ মিসেস মাইরা নেওয়াজ - মাই ওয়াইফ। আমার মিসেসের দিকে কেউ চোখ তুলে তাকিয়ে সীমা লঙ্ঘন করলে, জাস্ট এক ন্যানো সেকেন্ডে তাকে এই ভার্সিটির মাটিতে জ্যান্ত কবর দিয়ে দিব। গট ইট? ইরফানের কথাগুলো যেন পুরো ভার্সিটিতে বোম্ব্লাস্ট করল। সকলে স্তব্ধ চোখে ইরফান আর ইরফানের পাশে দাঁড়ানো মাইরার দিকে তাকায়।
"অসাধারণ একটা উপন্যাস 🥰❤️লেখক ভাইয়া আমাদের অনেক সুন্দর একটা উপন্যাস উপহার দিয়েছেন❤️❤️দোয়া করি ভবিষ্যতে যাতে এই রকম আরো সুন্দর উপন্যাস উপহার দিতে পারেন,,,প্রণয়ের অমল কাব্য উপন্যাসটা আমার সবচেয়ে প্রিয় একটা উপন্যাস,,, এই উপন্যাস নিয়ে যতো বলবো কম হবে,,,আর লেখক ভাইয়া লেখার কথা কি বলবো ভাইয়া আমাদের অসাধারণ লেখেন,,,আমি তার লেখা যতো পড়ি তত মুগ্ধ হই,,আমাদের লেখক ভাইয়াও অসাধারণ লেখক যার কোনো তুলনা হয় না"
বাট আর টুকু কবে আসবে 😩
Read all reviews on the Boitoi app
ভাই দ্বিতীয় খন্ড কবে দিবেন, তাড়াতাড়ি দেন প্লিজ
ভাইয়া ২য় খন্ড টা তারাতাড়ি দিয়ে দেন😣
As always ফাটাফাটি। এক একটা character উফফ 😍 but please এবার অন্ততঃ নাছিম ভাইকে একলা রাইখেন না। লোকটা ভালবাসতে জানে। তার জীবনেও কাউকে দিয়েন 🥺
খুব সুন্দর
Next part
Nice....2nd part joldi deo please
২য় খন্ডটা কবে দিবেন অপেক্ষা করে আছি এভাবে গল্প পড়তে ভালো লাগে না প্লিজ প্লিজ দেন গল্পটা
এই গল্পের প্রিয় চরিত্র শুদ্ধ আর মাইরা তাদের জন্য গল্পটা আরো মজার হয়।তবে ইরফান আর মাইরার জরি বেস্ট। দ্বিতীয় পার্ট জলদি দিয়েন, অপেক্ষা করা কষ্ট 🙃
Bhaiya ki bolbo ami eta der ghontay shesh korlam, best of luck for part -2🥰🥰