এই পান্ডুলিপি লিখতে গিয়ে আমি যেন এক অগ্নিপরীক্ষার ভেতর দিয়ে হেঁটে গেছি। শফিউর রহমান ফারাবী ভাই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যে জবানবন্দি দিয়েছেন, সেটি নিছক কিছু শব্দ নয়—এটি এক নির্যাতিত আত্মার দীর্ঘশ্বাস, এটি এক যোদ্ধার দৃঢ় উচ্চারণ, এটি মিথ্যার অন্ধকারে সত্যের মশাল। আমি তাঁর কণ্ঠে শুনেছি কষ্টের প্রতিধ্বনি, দীর্ঘ কারাবাসের যন্ত্রণা, পরিবার থেকে বিচ্ছিন্নতার দুঃখ। আবার একইসাথে দেখেছি অদম্য সাহস, সত্যের পথে অবিচল থাকার শপথ। তিনি বলেছিলেন—মানুষের দেহকে হয়তো শিকলবন্দি করা যায়, কিন্তু তার চিন্তাকে কখনোই বন্দি করা যায় না। এই কথাগুলো কেবল তাঁর ব্যক্তিগত আত্মপক্ষ সমর্থন নয়; এটি আমাদের সময়ের সাক্ষ্য। আগামী প্রজন্ম একদিন জানতে চাইবে—অন্যায়ের বিরুদ্ধে কারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, কারা সত্যের পথে শাস্তি স্বীকার করেছিল। ফারাবী ভাইয়ের এই জবানবন্দি আমি শুধু লিপিবদ্ধ করিনি; আমি অনুভব করেছি। পাঠক, তুমি যখন এই লেখা পড়বে, মনে রেখো—এটি এক বেদনার দলিল, আবার একইসাথে এক অনমনীয় সাহসের দলিল। সত্য একদিন অবশ্যই জয়ী হবে—এটাই তাঁর আস্থা, এটাই আমারও বিশ্বাস।
page : Rania Bookqueen এখান আপনার বইটির রিভিউ করবো ইনশাআল্লাহ।
Read all reviews on the Boitoi app