“মোসাদ ফাইলস: তিনটি ঘটনা” জায়োনিস্ট রাষ্ট্র ইসরায়েলের গোপনতম গোয়েন্দা সংস্থা মোসাদের অন্ধকার জগতের তিনটি ঘটনা তুলে ধরা হয়েছে। যেখানে আন্ডারকভার এজেন্টদের জীবন, ইরানের ভেতরে পরিচালিত দুঃসাহসী অপারেশন, এবং বিদেশে চালানো টার্গেটেড অ্যাসাসিনেশন; দেখায় কিভাবে গুপ্তচরবৃত্তি, ছলনা ও নির্মম নিখুঁত পরিকল্পনার সমন্বয়ে মোসাদ কাজ করেছে। এসব অপারেশন শুধু ইসরায়েলের নিরাপত্তাই নয়, বিশ্ব রাজনীতির গতিপথও বদলে দিয়েছে।