'ভালোবাসার চেয়ে মহৎ অনুভূতি আর নেই। কিন্তু সেইটা ভয়ংকর ও হয় যখন সেই অনুভূতিটা শুধু আপনার নিজের একান্ত, এটি আপনাকে খুরে খুরে খেয়ে নিবে,আপনাকে মন থেকে বাকপ্রতিবন্ধি করে দিবে,কিন্তু তখন আপনার নিজের মনই আপনার বিপক্ষে দাড়িয়ে থাকবে, আপনার কাছে আপনার প্রিয়র দেওয়া কষ্ট গুলোই সুখ মনে হবে, অবশেষে আপনিই ধ্বংস হবেন""""