একদা এক বনে এক গাধা আর এক শেয়াল বাস করতো। ওদের মধ্যে খুবই বন্ধুত্ব হয়েছিল। দুই বন্ধু একদিন বেরোলো। কিছুদূর যাবার পর সামনে এক সিংহ দেখতে পেয়ে বিপদ বুঝে শেয়ালটা নিজেকে বাঁচাবার জন্য সিংহের একেবারে কাছে গিয়ে বলল, "মহারাজ, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। তবে তার আগে কথা দিতে হবে, আমাকে আপনি ছেড়ে দেবেন।" তারপর ফিসফিস করে বলল, "ঐ গাধাটা আপনার একেবারে হাতের মুঠোয় এনে দিতে পারি।" সিংহ বলল, "বেশ তো, তাই হবে। কথা দিলাম আমি।" সিংহের এই কথা শুনে শেয়াল গাধাটাকে ভুলিয়ে ভালিয়ে সিংহের কাছাকাছি একটা ফাঁদের মধ্যে ফেললো। আর এদিকে সিংহ যখন দেখল গাধাটার আর পালাবার উপায় নেই, তখন প্রথমে শেয়ালটাকেই শেষ করলো, তারপর ধীরে সুস্থে গেল গাধাটার কাছে। নীতিকতা: অপরের সর্বনাশ করার চেষ্টা করলে নিজেরই আগে ক্ষতি হয়। তেমনই ৫৮টি শিক্ষণীয় নীতিগল্প রঙিন ছবি।