বিয়ের আসরে নিজের হবু বর হিসেবে নিজের মামাতো ভাই আবরাজকে দেখে চমকে উঠলো নিঝুম। যেই লোকটাকে সে দুচোখে সহ্য করতে পারে না, শেষমেশ কিনা তাকেই বিয়ে করতে হবে! নিঝুম এটা মানতে পারল না। আবরাজকে দেখামাত্রই চেচিয়ে বলে উঠল, "মানে কি এসবের? ও এখানে কি করছে?" নিঝুমের কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো আবরাজ। নিঝুমের রাগী চেহারা দেখে বিরক্তিতে ছেয়ে গেল তার মুখ। নিজের ফুফু আরহার দিকে তাকিয়ে সে বলল, "ফুপি! তুমি তোমার মেয়েকে সামলাও। আমি কিন্তু তোমাদের কথায় এই বিয়েতে রাজি হয়েছি। এখন যদি ও এমন করে, তাহলে কিন্তু আমি এক্ষুনি বিয়ের আসর থেকে উঠে যাব।" কথাটা শুনেই নিঝুম তেতে উঠে বলল, "তোমার তো সাহস কম নয়, আবার মমকে ধমকি দিচ্ছ। কে বিয়ে করতেই চায় তোমার মতো স্পয়েল ব্রাটকে?" আবরাজের চোয়াল শক্ত হয়। সে বিয়ের আসর থেকে চলে যেতে নেয়, এমন সময় আবরাজের বাবা জাঈদ খান এসে তাকে আটকে বলেন, "মাথা গরম করো না রাজ। নিঝুমকে সবটা বুঝিয়ে বলতে দাও আমাদের।" আবরাজ বলে, "কি চাইছ তোমরা? এত অপমানের পরেও আমি এই মেয়েটাকে বিয়ে করব?"