লেখক ব্যস্ত জীবনের মাঝেও কষ্ট, অনাচার, অবিচার, দুঃখ-বেদনা ও গভীর আবেগ থেকে কবিতা লেখার অনুপ্রেরণা পান। কবিতাকে তিনি মানুষের মনের কথা, সমাজ-জাতির কথা প্রকাশের এক সহজ মাধ্যম মনে করেন। নিজের লেখা ছড়িয়ে যাওয়ার ভয় থেকে তিনি কবিতাগুলো সংরক্ষণের জন্য বই প্রকাশের স্বপ্ন দেখেন এবং অবশেষে ২০২৩ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলা একাডেমিতে “সপ্ত রঙের ফানুস” প্রকাশ করেন। কবিতা লেখার মাধ্যমে তিনি সমাজের ভালো-মন্দ, যুবসমাজের বৈচিত্র্য, অনাচার ও অমানবিকতার মুখোশ উন্মোচন করতে চান এবং পাঠকদের জন্য বার্তা রেখে যেতে চান। লেখার মাঝে ভুল থাকলেও পাঠক তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করেন। তাঁর বিশ্বাস, প্রতিটি কবিতা হবে গল্প, নাটক ও শিল্পচিত্রের মতো, যা মানুষের হৃদয়ে আবেগ জাগাবে এবং ভালোবাসার এক স্মৃতিময় কল্পরাজ্য গড়ে তুলবে।