আর্নাভের মৃত্যুর খবর দুই ছেলেমেয়ের কাছেই পৌঁছেছিল তবে তাঁরা কেউই আসেনি দেখা করতে। আর এতো কম সময়ের মধ্যে দেখা করতে আসাও সম্ভব নয়। যদি ছেলে-মেয়েদের ইচ্ছে থাকতো তাদের বাবাকে এসে দেখে যাওয়ার তাহলে তৃষ্টিনা কোল্ড স্টোরেজে রাখার ব্যবস্থা করত ঠিকই! তবে তাদের ইচ্ছেটাই হয়তো ছিল না তাই অজুহাত দিয়েছিল! ওদের হয়তো বাবার প্রতি টান ছিল না অথবা কখনো গড়েই ওঠেনি! ঠিক যেমনটা আর্নাভের ছিল না!