-"কোলে নেবে, প্রত্যুষ?" প্রত্যুষের মন চাইলো না ওঁকে কোলে নিতে। তবুও চাচার কথা ফেলতে না পেরে উপর-নীচ মাথা নাড়লো। এতোক্ষণ যার জন্য মনে হিংসা পুষে রেখেছিলো, তাঁকে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলো। পলক ভূইয়া বাচ্চাটাকে ওর কোলে দিলেন। প্রত্যুষ একপলক তাকালো বাচ্চাটার দিকে। ওর কী হলো, কে জানে! বুকের মধ্যে কেমন যেন করে উঠলো! এত্তো সুন্দর একটা পুতুলকে হিংসা করার জন্য, অপরাধবোধে পরিপূর্ণ হলো হৃদয়। পিয়াস ভূইয়া মৃদু হেসে জিজ্ঞেস করলেন, -"ওর নাম কী রাখবে, আব্বা?" অন্যমনস্ক হলো প্রত্যুষ। বিরবির করে আওড়ালো, -"প্রাণেশা!" অর্থ প্রিয়তমা, প্রাণের অধিকারিণী, ভীষণ ভালোবাসার ব্যক্তি। একটি প্রেমময় সম্বোধন। কিছুদিন আগেই এই শব্দটা জেনেছে প্রত্যুষ। একটা ছোট্ট বাচ্চা, যে জন্ম নেওয়া মাত্রই প্রত্যুষের ওই ছোট্ট হৃদয়ে কব্জা করে নিয়েছিলো। যাকে দেখে প্রত্যুষের চোখদুটো শীতল হয়েছিলো। বিমোহিত দৃষ্টিতে কতক্ষণ যে ওই ছোট্ট প্রাণটার দিকে চেয়ে ছিলো, তা প্রত্যুষ জানে না। তবে এটুকু জানতো ও, মেয়েটাকে প্রথমবার দেখা মাত্রই ওর হৃদয় নিজের বলে ঘোষণা করে দিয়েছে। যার ভাগ প্রত্যুষ, কাওকে দেবে না! কাওকে না!
পরীনিতা গল্প থেকে প্রাণ -প্রত্যুষ আমার প্রিয়। গল্পে ওদের পড়তে বিরক্তি এসেছে সেই সাথে খারাপ লাগাও কাজ করেছে। যদিও গল্পে হ্যাপি এন্ডিং হয়েছে তবুও পড়ে তৃপ্তি পায় নি আমি, কারণ ওদের সুখী সংসারজীবন দেখতে চেয়েছিলাম। সেই চাওয়ার জন্য ই এতোদিন ইবুক ইবুক করেছি। প্রাণ ও প্রত্যুষ ইবুকে আসবে শুনে অনেক খুশি হয়েছিলাম। দীর্ঘ সময় পর অবশেষে তারা ইবুকে এসেছে। প্রথম খন্ড পড়ে আমি তেমন তৃপ্তি পায় নি সিরিয়াসলি, হয়তো দ্বিতীয় খন্ড আসবে, এটার অপেক্ষায়, কারণ আমি এদের সংসার জীবন দেখতে চাই,, অনেক প্রত্যাশা নিয়ে আছি, আশা করি, মমি পু শীঘ্রই সেকেন্ড পার্ট পাবো।। আর ভালোবাসা ও শুভকামনা তোমার জন্য 🫶🫶
Read all reviews on the Boitoi app
ধন্যবাদ আপু প্রিয় জুটিকে নিয়ে লিখার জন্য ♥️
প্রাণ 🤍প্রত্যুষ জুটি টা আমার ভীষণ প্রিয় আর তানজিলা আপি কে জানাই প্রথম ই বুক এর জন্য শুভ কামনা প্রিয় 🤍🖤 বই টা না পড়েই নিজের অনুভুতি প্রকাশ করে ফেললাম ভালোবাসা রইল প্রিয় লেখিকা আপি 🖤