"আপনি সিগারেট খান?" আচমকা নারী কণ্ঠের আওয়াজে পেছন ফিরে চাইলো আরিয়ান। মেহেরকে দেখে আবারও সিগারেটে লম্বা টান দিলো। মাথা উঁচু করে হাওয়ায় ধোঁয়া উড়িয়ে দিয়ে বলল, "এতো অবাক হচ্ছো কেন? গত আট বছর ধরে এই নিকোটিনই আমার একাকিত্বের সঙ্গী।" "সিগারেট খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। একজন ডাক্তার হয়ে এমন জঘন্য নেশা ধরিয়েছেন আপনি? তবুও হার্টের ডাক্তার।" "কি করবো বলো? বুকটা খুব জ্বলে। ফাঁকা ফাঁকা লাগে। বুকের জ্বলন কমাতে উত্তপ্ত ধোঁয়া ছেড়ে দিই হৃদপিণ্ডে। মজার বিষয় কি জানো? এই ধোঁয়া সত্যিই জ্বলন কমিয়ে দেয়।" মেহের কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলো। কথা বলার ভাষা হারিয়ে ফেললো। খানিকক্ষণ নিরবতা কাটিয়ে বলল, "আর খাবেন না। আজ থেকে এসব নেশাদ্রব্য আপনার জন্য নিষিদ্ধ।" "তুমি থেকে যাও! আমি সোয়্যার। তুমি ছাড়া আর কোনো নেশা আমায় কব্জা করতে পারবে না।"
"ভুল বুঝাবুঝি থেকে বিয়ে মান অভিমান দ্যান ভালোবাসা। আর ভালোবাসার পূর্ণতা পেতে নতুন অস্তিত্বের আগমন। সব মিলিয়ে রোমান্টিক ভরপুর মাই লাভ গল্পটি। ছোট্ট গল্পের মাঝে খুব সুন্দর করে গুছিয়ে মান অভিমান ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে। প্রথম ই বুক ভালো হইছে। অসাধারণ। এগিয়ে যাও পাশে আছি।"
ভুল বুঝাবুঝি থেকে বিয়ে মান অভিমান দ্যান ভালোবাসা। আর ভালোবাসার পূর্ণতা পেতে নতুন অস্তিত্বের আগমন। সব মিলিয়ে রোমান্টিক ভরপুর মাই লাভ গল্পটি। ছোট্ট গল্পের মাঝে খুব সুন্দর করে গুছিয়ে মান অভিমান ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে। প্রথম ই বুক ভালো হইছে। অসাধারণ। এগিয়ে যাও পাশে আছি।
Read all reviews on the Boitoi app
ই-বুক অনুযায়ী দামটা বেশি
গল্পটা খুবই ভালো হয়েছে। ❤️❤️❤️
অসাধারণ,গল্পটা অনেক সুন্দর হয়ছে।আরিয়ান এবং মেহের এর জুটিও বেস্ট।এভাবেই এগিয়ে যাও আপু।
অসম্ভব সুন্দর হইছে একদম রোমান্সে ভরপুর লজ্জা সরম সাইডে রেখে পরেই ফেললাম কি রোমান্টিক সিন 🙈🤭 আরিয়ানতো কঠিন রোমান্টিক 🥰 গল্পটা পড়ে মনটাই ভালো হয়ে গেছে সামনে আরো নতুন কিছু পাবো ইনশাআল্লাহ....❤️
গল্পটা অসম্ভব সুন্দর হইছে আর রোমান্সের কথা আর কি বলব আমি তো পড়ে লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেছি কি লজ্জা কি লজ্জা🙈🥵বাট গল্পটা অনেক সুন্দর ছিলো পড়ে অনেক ভালো লাগছে😊দোয়া করি আরো এগিয়ে যাও🤲
Choto khato, simple golpo valo lagce but golpo onujayi, price ta 40 tk er moddhe hoile valo hoito
না পড়েই রেটিং দিয়ে গেলাম। জানি বেস্ট ই হবে। সময় পেলে পড়বো নে। জানো ই তো মহা ব্যাস্ত আমি😑😑